বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিটাগাং চেম্বার প্রেসিডেন্টের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

চট্টগ্রাম বন্দরের সাথে থাইল্যান্ডের রেনং বন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্যকে আরও দ্রæততর ও সাশ্রয়ী করা সম্ভব মন্তব্য করে এ ব্যাপারে উদ্যোগ নেয়ার আহŸান জানালেন চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম। গতকাল বুধবার আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরং ফথং হমফ্রেস এর সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহŸান জানান। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক পর্যটক ও চিকিৎসা প্রত্যাশী থাইল্যান্ডে যান উল্লেখ করে ‘অন এ্যারাইভাল ভিসা’ পদ্ধতি চালু করারও অনুরোধ জানান তিনি।

থাই রাষ্ট্রদূত বলেন, দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ক‚টনীতি জোরদার করা তার সরকারের অন্যতম লক্ষ্য। ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম অর্থনৈতিক হাবে পরিণত হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এ সময় থাই অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, থাই দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি পিচায়া অ্যাডসাকুল ও চেম্বারের পরিচালকগণ উপস্থিত ছিলেন

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন