বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছাত্রদলের নতুন কমিটিকে নেটিজেনদের শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩১ এএম

নির্বাচিত হলো জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি। ষষ্ঠ কাউন্সিলে ৯ জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য থেকে দুই পদে দু’জনকে বেছে নিতে ভোট দেন ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক শাখার ৫৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন।কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হয়েছেন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাড়িতে এই ভোটের আয়োজন করা হয়। মধ্যরাতে ভোটগ্রহণ ও গণনা শেষে ভোরে ফল ঘোষণা করেন মির্জা আব্বাস। নানা বাঁধা-বিপত্তি অতিক্রম করে দীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত এই কমিটিকে ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।

রবিউল আওয়াল ফেইসবুকে লিখেন, ‘আওয়ামী নগ্ন রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি, আদলতে রিট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ ও পুলিশ দিয়ে গ্রেফতার; এতো কিছুর পরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলের মাধ্যমে নুতন কমিটির বিজয়ীসহ সকল ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন এবং সকলের জন্য দোয়া ও শুভ কামনা রইলো। আমরা দৃঢ় প্রত্যাশী যে, এরা ইনশা আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জন্য আন্দোলনের সফলতা দেখাতে পারবে এবং সফল হব।’

‘নব নির্বাচিত ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন! আপনাদের গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠিত হোক আগামী দিনের পথচলা।’- শুভ কামনা জানিয়ে লিখেন এমডি আবুল কালাম আজাদ।

আবু রায়হান লিখেন, ‘অভিনন্দন দেশনায়ক তারেক রহমানকে, অবৈধ সরকারের সকল বাঁধা- বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতান্ত্রিক উপায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতা নির্বাচন করায়। শুভেচ্ছা ও অভিনন্দন
নব নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে।’

‘অভিনন্দন ছাত্রদলের নতুন কান্ডারিদের। আপনি যদি গনতান্ত্রিক রাজনীতি দেখতে চান বিএনপির দিকে তাকান। আপনি যদি জনগনের ভোটের অধিকার পেতে চান বিএনপিতে যান। আপনি যদি ঐক্যবদ্ধ, সাহসি রাজনীতি দেখতে চান বিএনপিতে যান।’ - ছাত্রদল কর্মী ফয়েজ উদ্দিন সোহেল।

এমডি জাহাঙ্গির আলম লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ! জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ২৭ বছর পর ছাত্রদল কেন্দ্রীয় কাউন্সিলে ব্যালটের মাধ্যমে ইতিহাস গড়লেন সাড়া বাংলাদেশের কাউন্সিলরবৃন্দ । সভাপতি হিসেবে বিজয় লাভ করেন বগুড়ার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠা বলিষ্ঠ কন্ঠস্বর ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে বিজয় লাভ করেন ইকবাল হোসেন শ্যামল। ইনশাআল্লাহ আগামীতে খোকন ভাই ও শ্যামল ভাইয়ের নেতৃত্বে অচিরেই আন্দোলনের মাধ্যমে দেশে নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে ছাত্রদল।’

‘আশা করি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার ঘটবে।’ - অভিনন্দন জানিয়ে লিখেন সাঈদ সাকলাঈন সুমন।

অভিযোগ করে রিয়াজুল ইসলাম লিখেন, ‘এবারও পুরোপুরি ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব আসলো না। এটা খুবই দুঃখজনক।’

নতুন দুই নেতার ছবি শেয়ার করে মো. জামশেদ আলম আরমান লিখেন, ‘অভিনন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কান্ডারি।শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। শুভেচ্ছা জানাচ্ছি ছাত্রদলের প্রতিটি প্রার্থীকে। আমার আমার দৃষ্টিতে প্রতিটি সভাপতি প্রার্থী জয়লাভ করেছেন এবং প্রতিটি সাধারণ সম্পাদক প্রার্থী জয়লাভ করেছেন। এখানে কেউ হেরেছে বা কেউ জিতেছে এমন তো নয়। এখানে আমরা সবাই জিতেছি সুষ্ঠু ও নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে কাউন্সিল ভোট সম্পন্ন করার জন্য। এইজন্য আমি শুভেচ্ছা জানাতে চাই প্রতিটি ছাত্রদলের ভাইকে।’

আবদুর রহিম টুইটারে লিখেন, ‘নিশি রাতে ভোট করলেও যে, সুষ্ঠু, নিরপেক্ষ করা যায়, সেটা বিএনপির কাছ থেকে শিখতে হবে আওয়ামীলীগকে। বিএনপি গনতন্ত্রের বিশ্বাসী, এই নির্বাচন তার প্রমাণ। অভিনন্দন সভাপতি ও সাধারণ সম্পাদকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
NAZMUL ISLAM ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫০ এএম says : 0
ALHAMDULILLAH
Total Reply(0)
রহিম ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ পিএম says : 0
আ,লীগ থেকে দুরে থাকতে হবে না হয় হামলা আর মামলা
Total Reply(0)
Azam Uddin ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৬ পিএম says : 0
Congratulations to new cabinets
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন