বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সউদীর লোকসানে যুক্তরাষ্ট্রের পোয়াবারো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৭ পিএম

সউদী আরবের তেল উৎপাদন কমে যাওয়ায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে নিজেদের জ্বালানি শিল্প বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখছে দেশটি। চলতি সপ্তাহে সউদীর দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার জেরে বিশ্ববাজারের বিশাল সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে।
সেই ঘাটতি পূরণে নিয়মিত তেল রফতানির পাশাপাশি নিজেদের কৌশলগত মজুদ ব্যবহারের চিন্তা করছেন মার্কিন কর্মকর্তারা। তেল স্থাপনায় হামলার ফলে সউদীর দৈনিক তেল উৎপাদন এখন প্রায় অর্ধেক।
বিশ্বের সবচেয়ে বেশি তেল রফতানিকারক দেশটির দৈনিক গড় উৎপাদন ছিল প্রায় ১ কোটি ব্যারেল। হামলার পর সেখান থেকে ৫৭ লাখ ব্যারেল কমেছে। তেলের সরবরাহও কমিয়েছে রিয়াদ। যা বৈশ্বিক মোট উৎপাদনের ৫ শতাংশ।
হামলার দু’দিন পর সোমবারই তেলের দাম বাড়ে ১০ শতাংশেরও বেশি। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ১০ দশমিক ৬৮ শতাংশ বাড়ানোয় এর দাম লাফিয়ে ৬০ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ব্রেন্ট সংস্থায় তেলের দাম ১১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে এখন ৬৭ দশমিক ৩১ ডলার।
বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। ড্রোন হামলার পর সউদীর দৈনিক উৎপাদন এখন প্রায় ৪৫ লাখ ব্যারেলে নেমেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের দৈনিক উত্তোলন ১ কোটি ৩০ লাখ ব্যারেল।
নিয়মিত ৩০ লাখ ব্যারেল রফতানি করে দেশটি। বৈশ্বিক বাজারে সরবরাহ ঘাটতির সুযোগে এখন তাদের উৎপাদন ও রফতানিও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন