মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

দুদুর বাসায় হামলায় বিএনপি দক্ষিণ বিএনপির নিন্দা-প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:২৬ পিএম

বিএনপি ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক শামুসুজ্জামান দুদুর চূয়াডাঙ্গা শহরের বাসভবনে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার বলেন, শামসুজ্জামান দুদুর বাড়ীতে হামলায় ঘরের আসবাবপত্র ভাংচুর ও পরিবারের সদস্যদের হুমকী এবং নজিরবিহীন গুন্ডামী। মানুষের বাক স্বাধীনতাকে খর্ব করতে এই হামলা সমগ্র জনগোষ্ঠীর জন্য একটি সতর্ক বার্তা দিয়েছে আওয়ামী লীগ। জনসমর্থন ছাড়াই আওয়ামী লীগ সরাসরি গুন্ডামীর ওপর ভর করে দেশ শাসন করছে। তাদের অপশাসনে সারাদেশ নরকে পরিণত হয়েছে। তারা এখন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদায়িত্ব নিয়ে রক্তের ঘ্রাণ নিতে অস্থির আওয়ামী শাসক গোষ্ঠী সারাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। রক্তপাত আর লাশের রাজত্ব কায়েম করছে। আর এগুলোর হোতা স্বয়ং আওয়ামী গুন্ডারা।

তারা বলেন, সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগের আর কোন অবলম্বন নেই। শামসুজ্জামান দুদু সত্য উচ্চারণ করেন, মুক্ত কন্ঠে সরকারের অন্যায়গুলো তুলে ধরেন, তাই তার কন্ঠকে স্তদ্ধ করার জন্যই চূয়াডাঙ্গা শহরের তার বাস ভবনে সন্ত্রাসীরা হামলা করেছে। হামলাকারীরা মনে করেছে, তাদের হামলার ঘটনায় দুদুকে ভয় পাইয়ে দিতে সক্ষম হবে, কিন্তু তারা ভুলে গেছে যে, যারা অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে তাদের কন্ঠস্বর বন্ধ করা যায় না। তবে ক্ষমতাসীনদের মনে রাখা উচিত প্রতিটি হামলা-মামলার জবাব জনগণের কাছে একদিন দিতেই হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন