শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টঙ্গীতে ৩০টন পলিথিন উদ্ধার, চারজনকে অর্থদণ্ড

টঙ্গী সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৪০ পিএম

টঙ্গী বাজার থেকে ৩০ টন পলিথিনের শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- দেয়া হয়েছে। আটকরা হলেন- জুয়েল রানা, জাকির হোসেন, কবির উদ্দিন, সফিনা বেগম। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ও মো. মাকসুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালায় পরিবেশ অধিদফতর।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুস সালাম সরকার জানান, টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ও পাঁচটি গুদাম থেকে ৩০ টন পলিথিন উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব পলিথিনের দাম আনুমানিক ৬০ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, সদর দফতরের পরিদর্শক আসাদুল কিবরিয়া, শেখ মোজাহীদ, আবদুর রাজ্জাক, দিলরুবা আক্তার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন