শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

হলিউড শীর্ষ পাঁচ
১ হাসলার্স
২ ইট : চ্যাপ্টার টু
৩ এঞ্জেল হ্যাজ ফলেন
৪ গুড বয়েজ
৫ দ্য গোল্ডফিঞ্চ

হাসলার্স
নিউ ইয়র্ক ম্যাগাজিনের ভাইরাল নিবন্ধ ‘দ্য হাসলার্স অ্যাট স্কোর্স’ অবলম্বনে লোরেনা স্ক্যাফারিয়া পরিচালিত ড্রামা ফিল্ম ‘হাসলার্স’। ‘দ্য মেডলার’ (২০১৫), ‘লাভ ইজ ডেড’ (২০১৩) এবং ‘সিকিং এ ফ্রেন্ড ফর দি এন্ড অফ দ্য ওয়ার্ল্ড’ (২০১২) স্ক্যাফারিয়া পরিচালিত চলচ্চিত্র।
কয়েকজন দক্ষ স্ট্রিপার তাদের কয়েকজন ওয়াল স্ট্রিটের খদ্দেরকে ফাঁদে ফেলে তাদের জীবন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করে। ২০০৭-এ এই গল্পের শুরু। রামোনা (জেনিফার লোপেজ) এদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। নবাগত ডেস্টিনিকে (কনস্ট্যান্স উ) একজটিক নাচের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ডেস্টিনি জানতে পারে এই স্ট্রিপাররা শুধু শরীর দেখিয়ে আয় করে না তারা ধনবান খদ্দেরদের পকেটও কাটে। ২০০৮ সালে ওয়াল স্ট্রিট বিপর্যয়ের পর এই স্ট্রিপারদের আয়ও কমে যায়। তারা কয়েকজন ওয়াল স্ট্রিট ব্যবসায়ীকে টার্গেট করে যারা তখনও ক্লাবে বিপুল অর্থ ব্যয় করে বিনোদনের জন্য। পরিকল্পনা মত কাজ চলেতে থাকে স্ট্রিপার দলের, কিন্তু একসময় তারা ফেঁসেও যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন