শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শামীমের মায়ার খেলাঘর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

কণ্ঠশিল্পী শামীম আশিক দীর্ঘদিন ধরে গান করছেন। ‘এক কবরে বাড়ি’, ‘দুঃখ আমার ঘরের চালা’, ‘প্রতিবেশী’, ‘বাহির কান্দে’ শিরোনামের গানসহ তার কণ্ঠে বেশকিছু শ্রোতাপ্রিয় গান রয়েছে। এতদিন ধরে বিভিন্ন আঙ্গিকের গান করলেও এই প্রথম তিনি আধ্যাত্মিক ঘরাণার একটি গান প্রকাশ করেছেন। ‘কাগজের ফুল দিয়া সাজানো বাসর, দুনিয়া একটা মায়ার খেলাঘর’ এমন কথামালার হৃদয়গ্রাহী গানটি রচনা করেছেন গীতিকার জাকির আবু জাফর, সুর করেছেন হাবিব মোস্তফা। কণ্ঠদানের পাশাপাশি গানটির সংগীত আয়োজন করেছেন শামীম আশিক নিজেই। রেইন মিউজিকের ব্যানারে সম্প্রতী গানটির একটি নান্দনিক স্টুডিও পার্ট ভিডিও প্রকাশিত হয়েছে। হাবিব মোস্তফা বলেন, কবি জাকির আবু জাফরের শুদ্ধ বাণীকে সুরে গাঁথার বিষয়টি আমার কাছে একটি চ্যালেঞ্জের মতই ছিল। চেষ্টা করেছি অসাধারণ লিরিকটির ভাব ও বিষয়বস্তুর কথা মাথা রেখে একটি শ্রোতাপ্রিয় সুর করতে। অন্যদিকে শামীম আশিক অত্যন্ত দরদী কণ্ঠের একজন গায়ক। গানটি গেয়েছেন ভীষণ মমতায়। জাকির আবু জাফর বলেন, জীবন তো সত্যি মায়ার খেলা! প্রতিটি আজ হয়ে যাচ্ছে গতকাল। গতকাল মানেই এক স্বপ্নময় স্মৃতির মায়া। ঘুম থেকে জেগে ওঠার মতো। এমনি ভানা থেকে গানটি লেখা। শামীম আশিক গানটি কণ্ঠে তুলেছেন হৃদয় দিয়ে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন