বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাবরেজ হত্যা মামলার চার্জশিটে যোগ হলো খুনের ধারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

চাপের মুখে তাবরেজ আনসারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আবার খুনের মামলা যোগ করল ঝাড়খÐ পুলিশ। ২৯ জুলাই ঝাড়খÐ পুলিশ যে চার্জশিট জমা দিয়েছিল, তাতে আশ্চর্যজনক ভাবে খুনের মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছিল। যা নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানান তবরেজের স্ত্রী। বুধবার ঝাড়খÐ পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে ভারতীয় দÐবিধির ৩০২ ধারা (খুন) যুক্ত করা হয়েছে। ১৭ জুন ঝাড়খÐের খরসওয়ান জেলায় তবরেজ আনসারিকে খুঁটির সঙ্গে বেঁধে, চোর সন্দেহে পেটানো হয়েছিল। তাবরেজকে গণপিটুনির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। ভিডিওতে দেখা যায়, কিছু অতিউৎসাহী নৃশংস ভাবে তাকে পেটাতে পেটাতে জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করছে। ঘটনার পাঁচ দিন পর, ২২ জুন পুলিশি হেফাজতে থাকাকালীন মারা যান ওই যুবক। এই মামলায় মোট ১১ জনকে চিহ্নিত করে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে প্রকাশ মÐল ওরফে পাপু মÐল, কামাল মাহাতো, সুনামো প্রধান, প্রেমচাঁদ মাহালি, সুমন্ত মাহাতো, মদন নায়েক, চামু নায়েক, মহেশ মাহালি, কুশল মাহালি, সায়ন্তন নায়েক ও ভীমসেন মÐল। তবরেজ আনসারির স্ত্রী সম্প্রতি এই মামলা সিবিআইয়ের হাতে হস্তান্তরের দাবি জানান। তার বক্তব্য, ‘জেলা পুলিশের উপর আস্থা নেই।’ সম্প্রতি জেলা পুলিশ তাবরেজ আনসারি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা প্রত্যাহার করায়, চ‚ড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তার স্ত্রী। গত সোমবার ঝাড়খÐ পুলিশের উদ্দেশে হুঁশিয়ারির সুরে তবরেজের স্ত্রী শাহিস্তা পারভিন জানান, গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে খুনের মামলা না দিলে, তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। তাবরেজের একুশ বছরের স্ত্রী শাহিস্তা রাঁচির পুলিশ সুপারের সঙ্গে দেখাও করেন। গিয়েছিলেন ডিসির দফতরেও। তার আর্জি, অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আইপিসি ৩০৪ ধারার বদলে ৩০২ (খুন) ধারা দিতে হবে। ঝাড়খÐ গণপিটুনিতে নিহত তাবরেজ আনসারির পোস্ট মর্টেম রিপোর্ট বলা হয়, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে। টিওআই।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন