জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরি অভিযোগে টেকনাফে উদ্যোক্তাসহ ২ জনকে আটক করা হয়। আটকরা হলো, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্ত ও টেকনাফের হোটেল দ্বীপ প্লাজায় অবস্থিত জাবেদ কম্পিউটারের মালিক মোহাম্মদ জাবেদ। বিষয়টি টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও মো. আবুল মনসুর নিশ্চিত করেছেন।
তিনি জানান, জালিয়াতি করে জন্ম নিবন্ধন সনদ তৈরি করার অভিযোগে মোহাম্মদ জাবেদকে রাতে আটক করা হয়। তার দেয়া স্বীকারোক্তি মতে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা পিকলু দত্তকে আটক করা হয়। টেকনাফের ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারি কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর জানান, তাদের জিজ্ঞাসাবাদের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশ বলছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।=
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন