বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের নির্যাতনে ১ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১২ পিএম | আপডেট : ১২:৫৭ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁওয়ের হরিপুরের কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন (৩০) হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের হাকিম উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , এ ব্যাপারে ১৪৬ ফুলবাড়ি ব্যাটালিয়ন বিএসএফ’র কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ পিটিয়ে হত্যা বা এ জাতীয় কোনো ঘটনার কথা অস্বীকার করেছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত ১ টার দিকে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ মেইন পিলারের ওপারে কামালসহ ৮/১০ জন চোরাকারবারী ভারতে অনুপ্রবেশ করলে নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা কামালকে আটক করে । এসময় তাকে পিটিয়ে মারাত্মক আহত করে মুমূর্ষ অবস্থায় ছেড়ে দেয় বিএসএফ , ছাড়া পেয়ে আহত কামাল কোনোভাবে নো ম্যানস ল্যান্ডে এসে অজ্ঞান হয়ে পড়ে। সীমান্তের গোয়েন্দা সুত্রে খবর পেয়ে ভোর ৪ টার দিকে বিজিবি’র সোর্সরা তাকে সীমান্ত সংলগ্ন তার বাড়ি নিয়ে গেলে কামালকে মৃত দেখতে পায়। নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ও ডান হাত ভাঙ্গা রয়েছে বলে জানান স্থানীয় গেদুরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, যা বিজিবিও স্বীকার করে। তিনি জানান, বিভিন্ন সুত্রে খবর পাওয়া যায় যে গত রাতে ওই গ্রামে ৮/১০জন ভারতে প্রবেশের চেষ্টা করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশের হরিপুর কাঠালডাঙ্গী এবং ভারতের নারগাঁও সীমান্তের নারগাঁও বিওপি সংলগ্ন নো ম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষ থেকে বাংলাদেশি নিহত হওয়ায় প্রতিবাদ জানানো হয়। তবে ভারতীয় পক্ষ এ ধরনের কোনো ঘটনা বা মারপিটের কথা অস্বীকার করেন। বৈঠকে বিজিবি’র পক্ষে কাঠালডাঙ্গী কোম্পানি কমান্ডার সুবেদার মহিউদ্দিন ও বিএসএফ’র পক্ষে নারগাঁও কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর হিম্মত নেতৃত্ব দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন