মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শুরু হয়েছে সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। 

গতকাল শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তকর্তা ও পৌর মেয়রকে নিয়ে শহরের খুলনা রোড মোড় থেকে এই অভিযান শুরু করেন।
এ সময় তিনি খুলনা রোডের মোড়ে বাড়ি বাড়ি যান এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন।
একই সাথে তিনি খুলনা রোড মোড়ের সকল ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে বর্জ্য অপসারণ ও খুলনা রোড মোড়ের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেন। তিনি ব্যবসায়ীদের নিজ নিজ দায়িত্বে দোকান-পাট, হোটেল-রেস্তাঁরা, কসাইখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।
জেলা প্রশাসকের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, সাতক্ষীরা মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরার এনডিসি স্বজল মোল্লা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শফিক উদ্দৌলা সাগর, ফারহা দীবা খান সাথী, জোৎস্না আরা প্রমুখ। অভিযান চলাকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য শুধু প্রশাসন নয়, সকলকে এগিয়ে আসতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন