শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০৮ জন, গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। মৃত রোজিনা বেগম যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। খুমেক হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত রোজিনা বেগম বৃহস্পতিবার ভোর ৪টায় হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৬৫ জন এবং ঢাকার বাইরে ৩৪৩ জন। অর্থাৎ ঢাকার তুলনায় ঢাকার বাইরে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ‘হেলথ ইমার্জেন্সি অপরেশন সেন্টার ও কন্ট্রোল রুম’ ডা. আয়শা আক্তার জানান, গত ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৮৩ হাজার ৯৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৮১ হাজার ৬২৮ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতলে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। যারমধ্যে ঢাকার ৪১টি সরকারি বেসরকারি হাসপাতালে ৯০২ জন এবং অন্যান্য বিভাগে ১ হাজার ২৬৫ জন। সরকারের রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এ পর্যন্ত ২০৩ মৃতের তথ্য এসেছে। এরমধ্যে ১১৬ মৃত ব্যক্তির তথ্য পর্যালোচনা করে ৬৮ জনের ডেঙ্গু জনিত মৃত্যু নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন