আসন্ন ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সর্বসম্মতিতে এ কমিটি অনুমোদন দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদকে এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। যুগ্ম আহবায়ক দুইজন মনোনীত হয়েছেন যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন খান নান্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন:
সাদেক হোসেন বাবুল (যুগ্ম মহাসচিব), লায়ন গনি মিয়া বাবুল (যুগ্ম মহাসচিব), নাসিম রুমি (অর্থ সম্পাদক), এ কে আজাদ (সহ-সাংগঠনিক সম্পাদক), আব্দুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক), মো. জহিরুল ইসলাম মিশু (সহ-সাংগঠনিক সম্পাদক), তৌফিক আহসান টিটু (সহ সাংগঠনিক সম্পাদক), ফিরোজ আলম মিলন (দপ্তর সম্পাদক), ওবায়দুর রহমান (প্রচার সম্পাদক), মঞ্জুলী কাজী (মহিলা বিষয়ক সম্পাদক), আসাদুর রহমান (সমাজকল্যাণ সম্পাদক), কামাল হোসেন খান (কার্য নির্বাহী সদস্য), সৈয়দ একরামুল হক (কার্যনির্বাহী সদস্য), সেকেন্দার আলী রিন্টু (কার্য নির্বাহী সদস্য), নজরুল ইসলাম ফয়সাল (কার্যনির্বাহী সদস্য)।
উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল পদাধিকার বলে কমিটির সদস্য। উদযাপন কমিটির পরবর্তী সভায় কমিটিতে আরও সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
এই আহবায়ক কমিটি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯’ দেশব্যাপী পালনের জন্য যাবতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন