শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক সঙ্গে মামলায় জড়ালেন সানি দেওল ও কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৯, ৮:২৩ পিএম

অভিনেতা থেকে নেতা হয়েছেন সানি দেওল। তিনি এখন পুরো দমে সমাজ সেবায় ব্যস্ত। এই ব্যস্ততার মাঝে অভিনেতা পড়েছেন বিপদে! কারণ তার নামে মামলা হয়েছে। শুধু সানি দেওলই নন, সঙ্গে আছেন একজন অভিনেত্রীও। তিনি নয়ের দর্শকের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে ‘অপ্রয়োজনে ট্র্রেনের শেকল টানার অপরাধে’ তাদের নামে দুই দশক আগে মামলাটি করে ভারতীয় রেলওয়ে। এ ঘটনায় তাদের দুজনকে দোষী সাব্যস্ত করেছে ভারতীয় রেল আদালত।

১৯৯৭ সালে ‘বজরং’ সিনেমার শুটিং চলাকালীন অবৈধ ভাবে ২৪১৩-এ আপলিংক এক্সপ্রেস থামানোর জন্য ২০০৯ সালে তাদের বিরুদ্ধে রেল আদালতে অভিযোগ দায়ের করা হয়। তাদের এই হঠকারিতার ফলে ট্রেনটি নির্দিষ্ট সময়ের থেকে ২৫ মিনিট বিলম্বিত হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে ২০১০ সালের এপ্রিল মাসে দায়রা আদালতে সেই অভিযোগকে চ্যালেঞ্জ করেন সানি ও করিশমা। এ অবস্থায় তাদের বিরুদ্ধে রেল আদালতের নির্দেশ খারিজ করে দেয় দায়রা আদালত।

গত ১৭ সেপ্টেম্বর দুই তারকার বিরুদ্ধে ফের অভিযোগ করেছে রেল আদালত। এ ঘটনায় বুধবার আবারও চ্যালেঞ্জ জানিয়ে ফের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছেন সানি ও করিশমার আইনজীবী এ কে জৈন। দুই তারকার আবেদনের ভিত্তিতে আগামী ২৪ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে রেল আদালত।

জানা গেছে, রাজস্থানের নারেনা স্টেশনের তদানীন্তন স্টেশন মাস্টার সীতারাম মালাকার তাদের বিরুদ্ধে ১৯৯৭ সালে জিআরপি-এর কাছে অভিযোগ দায়ের করেন। তার জেরে তাদের বিরুদ্ধে রেল আইনের ১৪১, ১৪৫, ১৪৬ ও ১৪৭ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন