মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাগরপথে মানব পাচার আটক ২০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

মালয়েশিয়ায় দীর্ঘ এক বছর যাবত জনশক্তি রফতানি বন্ধ রয়েছে। দেশটি শ্রমবাজার উন্মুক্তকরণে সরকার ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। কিন্ত মানবপাচারকারি চক্র আবারো সাগরপথে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অপতৎপরতায় লিপ্ত। শুক্রবার দিবাগত গভীর রাতে সাগরপথে মালয়েশিয়ায় প্রবেশের সময়ে দেশটি পুলিশের হাতে ২০ বাংলাদেশিসহ ২৪ জন আটক হয়েছে। মালয়েশিয়া থেকে নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
মালয় পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ভোর আড়াইটা থেকে টানা সাড়ে চার ঘন্টার অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। দেশটির স্পেশাল ব্রাঞ্চ পিজিএর সাগর তীরে নিয়মিত টহলের সময় ৪টি প্রাইভেট কারের গতি সন্দেহ হলে আটকের পর চেক করে ২০ বাংলাদেশিসহ স্থানীয় ৪ নাগরিককে গ্রেফতার করে। আটকদের জিজ্ঞাসাবাদের জন্য বানতিং পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ওই এলাকা থেকে ৩০ জনের বেশি বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সেলাংঙ্গর প্রদেশের কুয়ালা লাংগিতের বানতিং সাগর তীরে অবৈধ প্রবেশ ঠেকাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে বলে পিজিএর ৪ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন