মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

এমআইএসটিতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আইএসপিআর | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বাঙালি সাহিত্য ও সংস্কৃতিকে রাঙিয়ে তোলার উদ্দেশ্যে গতকাল মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রাঙ্গণে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘অঙ্কুর ২০১৯’। প্রতি বছর এমআইএসটি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব প্রতিযোগিতাটি আয়োজন করে থাকে, যেখানে সারা দেশের অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয় এবং ২০টি কলেজ থেকে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ বছর অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান এবং বিশেষ অতিথি ও বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন হামিদুজ্জামান খান প্রমুখ। - আইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন