মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিম যাত্রী থাকায় ফ্লাইট বাতিল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৫ এএম

আবারও বর্ণবাদী পরিচয় দিল মার্কিন বিমান সংস্থা আমেরিকান এয়ারলাইনস। বিমানে দুজন মুসলিম যাত্রী থাকায় ক্রুরা ফ্লাইট বাতিল করে দেন।

রাষ্ট্রীয় বিমান সংস্থার এহেন আচরণে আবদের রউফ ও ইসসাম আবদাল্লাহ নামে ওই দুই মুসলিম যাত্রী দেশটির পরিবহন বিভাগের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ করেন। খবর আরব নিউজের।

তারা মার্কিন সরকারের কাছে বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি চান। মধ্যপ্রাচ্যের ওই দুই নাগরিক শনিবার যুক্তরাষ্ট্রের আলাবামা থেকে ডালাস যাচ্ছিলেন।

এ সময় ক্রুরা তাদের বিমান থেকে নামিয়ে জাতীয় গোয়েন্দা সংস্থা এফবিআইকে তলব করেন। যদিও পরে পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ ও এফবিআইয়ের তল্লাশিতে তাদের কাছে কিছুই পাওয়া যায়নি।

পরে তারা অন্য বিমানে করে গন্তব্যে পৌঁছান। আবদাল্লাহ বলেন, আমার জীবনের সবচেয়ে এর চেয়ে বেশি অপমানিত আর কখনই হইনি।

আমেরিকান এয়ারলাইনসের মুখপাত্র লাকেশা ব্রাউন বলেন, বিমানটি ক্রু ও অন্য যাত্রীদের আপত্তির কারণে আমরা ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হয়েছি।

এর আগেও বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের রেকর্ড আসে রাষ্ট্রীয় ওই বিমান সংস্থাটির বিরুদ্ধে।

২০১৭ সালে অক্টোবরে এক নিগ্রো যাত্রীকে নামিয়ে বেশ সমালোচনার জন্য দিয়েছিল আমেরিকান এয়ারলাইনস। একই বছরের জুনে মায়ামিতে এক আরব মুসলিম চিকিৎসককেও একইভাবে বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Sahidul islam ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫০ পিএম says : 0
তাদের এমন আচরন আমি সাধারণ মনে করি কারণ তারা ইসলামের কোনো শিক্ষা পাইনি, ,,,
Total Reply(0)
OmarFaruq ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১:২২ পিএম says : 0
আমেরিকা দেশ টা কে মুসলিম নিয়ন্ত্রিত করা উচিত ।।
Total Reply(1)
raihan ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪৭ পিএম says : 4
ঠিক বলসেন।

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন