শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খুলনায় ওসিসহ ৫ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ২:৩৭ পিএম

থানায় গণধর্ষণের অভিযোগে খুলনা জিআরপি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
গণধর্ষণের শিকার ওই নারী খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রোববার এ আবেদন করেন। ওই নারীর আইনজীবী মমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে গণধর্ষণের শিকার ওই নারী আদালতের নির্দেশে গত ১০ আগস্ট রাতে বাদি হয়ে জিআরপি থানায় পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২ আগস্ট রাতে তিন সন্তানের মা এক নারীকে জিআরপি থানায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গণধর্ষণ ও শারীরিক নির্যাতন করে বলে ওই নারী আদালতে অভিযোগ করেন।
৩ আগস্ট আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে ৫ আগস্ট তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
এ ঘটনায় ৭ আগস্ট খুলনা রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি পাঠানসহ এস আই নাজমুল হককে ক্লোজড করা হয়। এ বিষয়ে রেল পুলিশ ও পুলিশ সদর দপ্তরের দু’টি তদন্ত কমিটি কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন