শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতে ২ বছর কারাভোগের পর অবুঝ ২ শিশুকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বিএসএফ

মা এখনও ভারতের কারাগারে

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩৪ পিএম

ভারতে দু’বছর কারাভোগের পর অবুঝ ২ বাংলাদেশী শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্থান্তর করেছে বিএসএফ সদস্যরা। যদিও তাদের মা এখনও রয়েছে ভারতের কারাগারে। শনিবার রাত দশ টায় বিএসএফ তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির ও ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
ফেরত আসা দুই শিশুর নাম- নাঈম (১০) ও রাহান উদ্দিন (১২)। পিরোজপুর জেলার ইনদুরকানি উপজেলার বালিপাডা গ্রামের মাসুমের স্ত্রী রেক্সোনা বেগম এখনও আটক রয়েছেন।
পুলিশ জানায়, গত ২০১৭ সালের ১২ জানুয়ারী দালালরা তাদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতের কোলকাতা শহরে নিয়ে যায়। সেখানকার পুলিশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ রেল স্টেশন থেকে মা ও দুই শিশু কে আটক করে। এসময় কৌশলে পালিয়ে যায় দাদাল চক্র। পরে পুলিশ শিশুসহ মা রেক্সোনাকে কোলকাতার আলীপুর সেন্ট্রাল জেলে প্রেরন করে। আদালত তাদের ২ বছরের কারাদন্ড প্রদান করে। পরে শিশু সšতানদের বারাসাত কিশোলয় চিলড্রেন হোমে রাখা হয় এবং মাকে আলীপুর সেন্ট্রাল জেলে রাখা হয়। সাজার মেয়াদ শেষে
সেলটার হোমে থেকে শিশুদের হোম কর্তৃপক্ষ বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এক পর্যায়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুকে বিএসএফ সদস্যরা বেনাপোল চেকপোস্ট বিজিবি কাছে হস্থান্তর করে। পরে বিজিবি দুই শিশুকে বেনাপোল পোর্ট থানায় হ¯তাšতর করে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, ফেরত আসা শিশুদেরকে তাদের পিতা মাসুমের কাছে হ¯তাšতর করা হয়েছে। তারা যদি পাচারকারীদের শনাক্ত করতে পারে পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন