শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ভর্তি নতুন রোগীর সংখ্যা ৪৩০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৫ পিএম

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা ৪৩০। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ১৩২ ও ঢাকার বাইরে ২৯৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বমোট ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা দুই হাজার ৯৯। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৭৫ ও অন্য বিভাগে এক হাজার ২২৪ জন।
এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় (২০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ১৩৫ ও ঢাকার বাইরের হাসপাতালে ২৭৩ জনসহ সর্বমোট ৪০৮ রোগী হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮২৭।
উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৫২৫ রোগী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন