মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাই ও বালু দিয়ে দাঁতের মাজন তৈরি

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩৬ পিএম

ঝালকাঠিতে ছাই ও দাঁতের মাজন প্রস্তুতের অভিযোগ পাওয়া গেছে আক্তার হোসেন বরকত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শহরের বান্দ রোড এলাকায় নিজের বাসায় বসেই অস্বাস্থ্যকর দাঁতের মাজন প্রস্তুত করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করতেন তিনি। রবিবার দুপুরে তার বাসায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আক্তার হোসেন বরকতকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। বরকতকে এ ধরণের দাঁতের মাজন প্রস্তুত না করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিজের বাসায় বসে দীর্ঘ দিন ধরে শুধু ছাই, বালু ও কেমিক্যাল দিয়ে দাঁতের মাজন মাজন তৈরি করেন বরকত। এসব মাজন তিনি প্যাকেটজাত করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে দাঁতের মাজন প্রস্তুত করা হচ্ছে। এ দাঁতের মাজন ব্যবহার করলে মারাতœক ক্ষতি হয়। বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন