শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

১ হাসলার্স
২ ইট : চ্যাপ্টার টু
৩ এঞ্জেল হ্যাজ ফলেন
৪ গুড বয়েজ
৫ দ্য গোল্ডফিঞ্চ
দ্য গোল্ডফিঞ্চ
ডনা টার্টের একই নামে পুলিতজার জয়ী উপন্যাস অবলম্বনে ড্রামা ফিল্ম ‘দ্য গোল্ডফিঞ্চ’ পরিচালনা করেছেন জন ক্রাউলি। ‘ব্রুকলিন’ (২০১৫), ‘ক্লোজড সার্কিট’ (২০১৩), ‘ইজ অ্যানিবডি আউট দেয়ার’ (২০০৮), ‘বয় এ’ (২০০৭) এবং ‘ইন্টারমিশন’ (২০০৩) ক্রাউলি পরিচালিত চলচ্চিত্র। মেট্রোপলিটন মিউজিয়ামে ওলন্দাজ শিল্পের এক প্রদর্শনী দেখতে যায় ১৩ বছর বয়সী থিওডর ‘থিও’ ডেকার (ওকস ফিগলি)। সন্ত্রাসী হামলায় সেখানে মাকে হারায় সে। নিজের অজান্তে অবচেতন মনে সে দ্য গোল্ডফিঞ্চ নামে তার মায়ের প্রিয় ছোট একটি শিল্পকর্ম নিরাপদে রাখার জন্য তার স্কুলব্যাগে ঢুকিয়ে ফেলে। এরপর নিউ ইয়র্কের বিত্তশালী বারবার্স দম্পতি (নিকোল কিডম্যান, বয়েড গেইনস) তাকে দত্তক নেয়। একসময় তার দেউলিয়া বাবা ল্যারি (ল্যুক উইলসন) আর তার প্রেমিকা জ্যান্ড্রা ( স্যারা পুলসন) আসে বিশেষ উদ্দেশ্য নিয়ে। থিও লাস ভেগাস পালিয়ে যায়। সেখান সে মদ্য পান আর মাদক গ্রহণের বদভ্যাস গড়ে তোলে। অনেক বছর পর থিও (অ্যানসেল এলগর্ট) নিউ ইয়র্ক ফিরে আসে। সেখানে কেও একজন তাকে সেই শিল্পকর্মটি হস্তান্তর না করলে হত্যা করবে বলে হুমকি দেয়। সে এটি কারও হাতে তুলে দেবে না বলে ঠিক করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন