শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিমানবন্দর অবরোধের ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাতভর সহিংসতার পর হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা এবার বিমানবন্দর অবরোধ করার ঘোষণা দিয়েছে। রোববার দুপুর থেকে তাদের এ কর্মস‚চি শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগেও সরকারবিরোধী বিক্ষোভকারীরা বিমানবন্দরের আগমন হল অবরোধ করেছিলেন। এছাড়া বিমানবন্দরে আসার সড়কও অবরোধ করেছিল তারা। ২৩ বছরের এক তরুণ বলেন, ‘বিমানবন্দর এখনো সরকারের সবচেয়ে গুরুত্বপ‚র্ণ সম্পত্তি। আমরা আঘাত কর ও দৌড়ে পালাও নীতি অবলম্বন করব, যা প্রত্যেকবার আমাদের অভিজ্ঞতা দেবে। এ কারণেই আমি এখনো লোকজনকে বিমানবন্দরে আসার আহ্বান জানাচ্ছি।’ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ারপোর্ট এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন স্থান থেকে বিমানবন্দরমুখী যাত্রীদের বহন করলেও এটি রোববার কেবল একটি এলাকা থেকে যাত্রী বহন করবে। এতে কেবল বিমানবন্দরমুখী যাত্রীদের ওঠার সুযোগ দেওয়া হবে। শনিবার গণতন্ত্রের আহ্বান জানিয়ে ছোট ছোট রংবেরংয়ের কাগজ সাঁটানো ‘লেনন ওয়ালস’ নাম দেওয়া কয়েকটি দেয়াল ভেঙ্গে ফেলে বেইজিংপন্থিরা। এরপরই গণতন্ত্রপন্থিরা কাঠের ও লোহার বেড়া ভেঙে এবং রাস্তার দিকনির্দেশনা খুঁটি তুলে সড়কে প্রতিবন্ধক বসানোর চেষ্টা করে। কয়েকজন চীনের একটি পতাকায় অগ্নিসংযোগ করে। পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি পেট্রল বোমা নিক্ষেপ করে। এরপরই তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। রোববার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে, এমনকি পুলিশের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন