বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাকিবের ‘৩৫০’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম


বিশ্বের চতুর্থ বোলার হিসেবে সব ধরনের টি-২০ ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৪ রানে ১ উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখেন সাকিব। এজন্য তাকে খেলতে হয়েছে ৩০২টি ম্যাচ।
সাকিবের আগে এই মাইলফলক স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিজের দুই বোলার সুনীল নারাইন ও ডোয়াইন ব্রাভো এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। নারাইন ৩৩৩ ম্যাচে ৩৭৬ উইকেট, মালিঙ্গা ২৮৬ ম্যাচে ৩৮৫ উইকেট ও ব্রাভো ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেট নিয়েছেন।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। বিশ্বের দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-২০তে ৩৫০ উইকেট ও অন্তত ৪০০০ রানের মালিক হলেন তিনি। এক্ষেত্রে সাকিবের উপরে আছেন ব্রাভো। ৪৫০ ম্যাচে ৪৯০ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৬২৯৮ রান করেছেন ব্রাভো।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন