শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড তিন জনের যাবজ্জীবন

ঝালকাঠি জেলা সংবাদদাত | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৪:০৬ পিএম

ঝালকাঠিতে এক গৃহবধূ হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ. মো. তোফায়েল হাসান আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার দুই আসামীকে খালাস প্রদান করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠি সদর উপজেলার রাজপাশা গ্রামের শেখ খাইরুল হাসান ও পিলটন সরদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন একই গ্রামের রিপন সরদার, শাহাদাত হোসেন ও আবদুস ছালাম। খালাসপ্রাপ্ত হলেন শেখ মামুন ও গিয়াস উদ্দিন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ১৮ মে হাসানের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি কৃষক মখবুল হোসেনের ঘরে প্রবেশ করে। এসময় তারা মখবুলের স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী আশ্রাফ আলী তদন্ত শেষে ২০০৪ সালের ২১ নভেম্বর আদালতে আট জনের নামে অভিযোগপত্র প্রদান করে। আদালত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ষোঘণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামী পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশীদ সিকদার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন