বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পিরোজপুরে স্কুল ছাত্র হত্যার অভিযোগে একজনের ফাঁসির আদেশ

পিরোজপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৪৫ পিএম

পিরোজপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে ইদ্রিস জোমাদ্দার নামের এক জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় দেয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত ইদ্রিস জোমাদ্দার (২৩) জেলার মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আশ্রাফ আলীর ছেলে। নিহত ফয়সাল (০৮) উপজেলার একই গ্রামের বাদল জোমাদ্দারের পুত্র।
বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৪ সালের ২ ডিসেম্বর সকালে ফয়সালের মা টাকা তোলার জন্য মঠবাড়িয়া শহরের উত্তরা ব্যাংকে যায়। দুপুরে ফয়সাল স্কুল থেকে ফিরে বাড়ির মসজিদের সামনে খেলা করছিল। এসময় আসামি ইদ্রিস ফয়সালকে ডেকে বাগানে নিয়ে যান। এরপর থেকে ফয়সাল নিখোজ হয়। ফয়সালের মা ব্যাংক থেকে ফিরে ছেলেকে না পেয়ে খোজাখুজি করে। না পেয়ে পরিবারের লোকজন থানায় জিডি করেন। ৯ ডিসেম্বর বাড়ির পাশের বাগানের মধ্যে ফয়সালের লাশ দেখতে পায় এক প্রতিবেশী। এ ঘটনায় মা আসমা বেগম বাদী হয়ে ইদ্রিসকে সন্দেহভাজন আসামি করে হত্যা মামলা দায়ের করে। ২০১৬ সালের ২১ ডিসেম্বর সিআইডির ইনেসপেক্টর ইউনুছ আলী ইদ্রিসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন