শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফ্রান্সে সস্ত্রীক পুলিশ কমান্ডার খুন, দায় স্বীকার আইএসের

প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্রান্সে এক পুলিশ কমান্ডারকে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটেছে। পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী ও হামলাকারীর লাশ উদ্ধার করা হয়েছে। প্যারিসের কাছে ম্যাগনাভিল্লে এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ম্যাগনাভিল্লেতে বাড়ির কাছে ও সাধারণ পোশাকে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করে হামলাকারী। এরপর সে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী ও এক শিশুকে জিম্মি করে। খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। এসময় পুলিশ তার সঙ্গে আলোচনা শুরু করলে সে নিজেকে আইএসের সদস্য বলে দাবি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে হেনরি ব্রান্ডিট জানান, রাত নয়টায় ফরাসি এলিট পুলিশের একটি ইউনিটে ডেকে পাঠানো হয়। হামলাকারীর সঙ্গে মধ্যস্থতায় ব্যর্থ হওয়ার পর মধ্যরাতে ওই বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। তিনি বলেন, হামলকারীর হাতে পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বাড়ির ভেতরে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি, যিনি নিহত পুলিশ কমান্ডারের স্ত্রী। পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। সৌভাগ্যক্রমে আমরা এক শিশুকে জীবিত উদ্ধার করতে পেরেছি। ডেইলি মেইল, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন