শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে তিন মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:০০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ১৫০ বোতল ফিন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকাতে যাত্রীবাহি বাসে তল্লাশী করে ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার সিংঘিমাড়ী গ্রামের নবিন উদ্দিনের ছেলে আশিদুল ইসলাম (৩৩), বেলাল হোসেনের ছেলে খায়রুল ইসলাম (৩৫) ও গাইবান্ধার কোপতলা গ্রামের নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা-মেট্রো-ব- ১৪-৭৫১০) একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের দেওহাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌছায়। গোপন সংবাদের ভিত্তিতে দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসটিতে তল্লাসী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন