শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৫৩ পিএম

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ। সোমবার নেপালের কাঠমান্ডুস্থ এপিএফ স্টেডিয়ামে বাংলাদেশ গোলশূণ্য ড্র করে ভারতের বিপক্ষে। এই ড্র’তে দু’ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে নিজেদের গ্রæপ থেকে সবার আগে শেষ চারে উঠল লাল-সবুজরা। প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে ভারতের বিপক্ষে ড্র’ই যথেষ্ট ছিল বাংলাদেশের। এই সমীকরণে সোমবার খেলতে নেমে আক্রমণাতœক ফুটবলই উপহার দেয় ব্রিটিশ কোচ পিটার টার্নারের দল। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য বিস্তার করে শুরু থেকেই ভারতীয়দের তাদের চেপে ধরলেও নিজেদের জমাট রক্ষণ দিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ডদের আটকে রাখে বাংলাদেশ। বিপরীতে পাল্টা আক্রমণে গিয়ে ভারতের রক্ষণদূর্গে ভীতি ছড়ান ফয়সাল আহমেদ ফাহিমরা। ম্যাচের ৩৪ মিনিটে একটি ভালো সুযোগ পেয়ে তা কাজে লাগতে ব্যর্থ হয় লাল-সবুজরা। এসময় বাঁ দিক থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো ক্রসে টোকা দিতে পারেননি মারাজ হোসেন। গোলশূণ্য অবস্থায় দু’দল বিরতিতে গেলে দ্বিতীয়ার্ধেও গোল মিস করে বাংলাদেশ। ম্যাচের ৬৯ মিনিটে রাহাদ মিয়ার লম্বা থ্রো-ইনে প্রতিপক্ষ দলের ডি-বক্সের মধ্যে থেকে আমির হোসেন বাপ্পী হেড নিলে তা দারুণভাবে ফেরান ভারত গোলরক্ষক। ম্যাচের বাকি সময় দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি কেউ। ফলে গোলশূণ্য অমিমাংসিতভাবেই শেষ হয় খেলা। সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে দু’দলের আগের দুই দেখায় ২০১৫ সালে সেমিফাইনালে টাইব্রেকারে জিতেছিল ভারত। ২০১৭ সালে রানার্সআপ হওয়ার পথে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে ছিল বাংলাদেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন