শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লায়ন এয়ার বিধ্বস্তের জন্য নকশা দায়ী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইন্দোনেশিয়া ২০১৮ সালে লায়ন এয়ার বিমান বিধ্বস্তের কারণ হিসেবে বোয়িং ৭৩৭ ম্যাক্সের নকশার বিভিন্ন ব্যর্থতা ও ভুলকে দায়ী করেছে। রবিবার ওয়াল স্ট্রীট জার্নাল একথা জানায়। খবর এএফপি’র। সংবাদপত্রটি জানায়, বিমান বিধ্বস্তের প্রতিবেদনে এ দুর্ঘটনার জন্য পাইলটের ভুল ও রক্ষণাবেক্ষণ ইস্যুকে দায়ী করা হয়েছে। নভেম্বর মাসের গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। গত অক্টোবর মাসে জাকার্তা থেকে বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে ১৮৯ জন প্রাণ হারায়। মার্চে আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স বিমান বিধ্বস্ত হওয়ার পর এ বোয়িং বিমানের মডেল পরবর্তীতে সারাবিশ্বে মুখ থুবড়ে পড়ে। এ বিমান দুর্ঘটনায় ১৫৭ জন নিহত হয়। উভয় দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ৭৩৭ ম্যাক্সের এমসিএএস এন্টি-স্টল সিস্টেম ও সুনির্দিষ্টবাবে নকশা প্রনয়নকে দায়ী করা হয়েছে। ওয়াল স্ট্রীট জার্নাল বলছে, ইন্দোনেশিয়ার তদন্ত কর্মকর্তারা তাদের তদন্ত প্রতিবেদন এখন পরিবর্তন করতে পারে। আর তাদের এ প্রতিবেদন ইতোমধ্যে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডকে (এনটিএসবি) দিয়েছে। এ প্রতিবেদনের ব্যাপারে আলোচনা করতে সেপ্টেম্বর মাসের শেষের দিকে মার্কিন কর্মকর্তাদের ইন্দোনেশিয়া সফর করার কথা রয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন