বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শিখদের মোদি-বিরোধী সমাবেশ

বিক্ষোভস্থলে প্রায় ৪০ হাজার মানুষ সমবেত হয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ভারত অধিকৃত কাশ্মীরে মোদি সরকারের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে রোববার টেক্সাসের হিউস্টনে পাকিস্তানী, শিখ ও মানবাধিকার সংগঠনগুলো বড় ধরনের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। গত ৫ আগস্ট প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে ভারত সরকার বিতর্কিত ভূখন্ডটির স্বায়ত্তশাসন কেড়ে নেয় এবং একে বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন করাসহ সরকারি উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ দমন করতে নানা ধরনের দানবীয় ব্যবস্থা গ্রহণ করে। রোববার যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা হিউস্টনের একটি ফুটবল মাঠে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মানে এক সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। এবিসি নিউজ জানায়, আন্তঃধর্মীয় মানবাধিকার গ্রুপ- জাস্টিস ফর অল এবং এর সহযোগী সংগঠনগুলো স্টেডিয়ামের বাইরে বড় আকারের পাল্টা সমাবেশ করে এবং ‘ফিরে যাও মোদি’, ‘মোদি এক সন্ত্রাসী’, ইত্যাদি স্লোগান দেয়। শহরে মোদি-বিরোধী পাল্টা সমাবেশ করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে সাড়া দেয় ইন্টারন্যাশনাল হিউমেনিটেরিয়ান ফাউন্ডেশন। হিউস্টনে প্রায় ৫০,০০০ প্রবাসী পাকিস্তানীর বাস বলে জানান হিউস্টন-করাচি সিস্টার সিটি এসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ শেখ। প্রায় ৫০টি বাস ভর্তি করে বিক্ষোভস্থলে প্রায় ৪০,০০০ লোককে নিয়ে যাওয়া হয়। পুরো স্টেডিয়াম ঘিরে ছিলো মোদি-বিরোধী, ভারত-বিরোধ ব্যানার, ফেস্টুন। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন