শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রক্তলাল ইন্দোনেশিয়ার আকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 আকাশ নীল হয় বা কখনো ঘোলাটে। কিন্তু ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশের আকাশ রক্তের মত টকটকে লাল হয়ে গেছে। সেখানকার বাসিন্দা ইকা ওলান্দারি আকাশের কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করার পর তা ৩৪ হাজার বারের বেশি শেয়ার হয়েছে। ম‚লত ইন্দোনেশিয়ার কয়েকটি অঞ্চলে দাবানলের কারণে বাতাসে ধ‚লা, ছাই এবং অন্যান্য বস্তুকণিকা মিলে এই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ছবিগুলো পোস্ট করে ওলান্দারি বলেন, “এই ধোঁয়াশা আমার চোখ ও গলায় ব্যাঘাত ঘটাচ্ছে।” জাম্বির মেকার সারি গ্রামের বাসিন্দা ওয়ালান্দারি শনিবার দুপুরে ওই ছবিগুলো পোস্ট করেন বলে সোমবার জানায় বিবিসি। ওইদিন ধোঁয়াশার ঘনত্ব সবচেয়ে বেশি ছিল বলে দাবি ওলান্দারির। প্রতিবছর ইন্দোনেশিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবালনের কারণে পুরো দক্ষিণ-প‚র্ব এশিয়া জুড়ে ধোঁয়াশার সৃষ্টি হয়। একজন আবহাওয়াবিদ বিবিসি’কে বলেন, যে কারণে আকাশের এই অবস্থা হয় সেটা ‘রেইল স্কাটারিং’ নামে পরিচিত। ২১ বছরের ওলান্দারি ছবিগুলো ফেইসবুকে পোস্ট করার পর অনেকেই সেগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে বিবিসি’কে জানান তিনি। সোমবার তিনি বলেন, “এটি সত্যি.। আমি আমার ফোন দিয়ে যে ছবি ও ভিডিও তুলেছি তা সম্প‚র্ণ বাস্তব। আজও এখানে মারাত্মক ধোঁয়াশা রয়েছে।” ভ‚ উপগ্রহের ছবি বিশ্লেষণ করে জাম্বি অঞ্চল জুড়ে ঘন ধোঁয়া আকাশে উড়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর (বিএমকেজি)। অপরদিকে, ইন্দোনেশিয়ার প‚র্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের একটি শহরের বেশ কয়েকটি ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে পুড়ে অন্তত ২৩ জন মারা গেছেন। সোমবার ওয়ামেনা শহরের এ ঘটনায় আরও বহু লোক আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। নিহতদের মধ্যে ভবনগুলোর মধ্যে আটকা পড়া লোকজনও রয়েছেন। যে বিক্ষোভকারীরা আগুন লাগিয়েছে তাদের অধিকাংশই হাই স্কুলের শিক্ষার্থী বলে গণামধ্যমের খবরে বলা হয়েছে। একজন শিক্ষক এক ছাত্রকে বর্ণবাদী গালি দেওয়ার পর ওয়ামেনায় দাঙ্গা শুরু হয় বলে পশ্চিম পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক মুখপাত্র জানিয়েছেন। কিন্তু পাপুয়ার পুলিশ এ অভিযোগ অস্বীকার করে একে ‘ধাপ্পাবাজি’ বলে বর্ণনা করেছে। বিবিসি, রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন