শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

৩ শিশুসহ নিহত ৮ আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে এ কম্পন অনুভ‚ত হয়। ভ‚মিকম্পে পাকিস্তানের মিরপুর জেলায় কমপক্ষে ৩ শিশুসহ ৮ জন নিহত এবং আহত হয়েছে শতাধিক। কাশ্মীরের নিকটবর্তী ভারত-পাকিস্তান সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার ভ‚মিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লিও। পাশাপাশি চন্ডিগড়, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভ‚ত হয়।
এদিকে আজাদ কাশ্মীরসহ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখুতন-খাওয়া অঞ্চলেও ভ‚মিকম্প আঘাত হেনেছে। এ ভ‚মিকম্পের স্থায়িত্ব আট থেকে ১০ সেকেন্ড হলেও প্রচন্ডভাবে আঘাত হানে।
পাকিস্তান আবহাওয়া দফতরের ভ‚মিকম্প কেন্দ্রের উপপরিচালক নাজিব আহমেদ বলেন, ৫.৮ মাত্রার ভ‚মিকম্পের উপকেন্দ্রটি ছিল ভ‚পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভ‚মিকম্পের পর সারা দেশের ভবন ও কার্যালয়গুলো থেকে মানুষ দ্রæত বাইরে বেরিয়ে আসে।
ভ‚মিকম্পের কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। সূত্র : ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন