দীর্ঘ ২২ বছর পর প্রবালদ্বীপ সেন্টমার্টিনের সীমান্ত রক্ষায় নিয়োজিত প্রথমবারের মতো বিওপি ক্যাম্প পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম (এনডিসি, পিএসসি)। তিনি মঙ্গলবার দুপুর দেড়টায় বর্ডারগার্ড বাংলাদেশ এর বিশেষ হেলিকপ্টারযোগে সেন্টমার্টিনে তৈরি হেলিপ্যাডে সফরকারি বহর নিয়ে অবতরণ করেন। এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান ও অপস অফিসার মেজর রুবাইয়াত বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান।
এরপর তিনি মোটর সাইকেলযোগে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান দমনে দীর্ঘ ২২ বছর পর স্থাপিত সেন্টমার্টিন বিওপি পোস্টের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন