শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শ্রীলংকা ক্রিকেট দল এখন পাকিস্তানে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩২ এএম

শ্রীলংকা ক্রিকেট দল মঙ্গলবার সন্ধ্যায় করাচি বিমানবন্দরে অবতরণ করেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে তারা।

লংকান খেলোয়াড় ও স্টাফদের স্বাগত জানান পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা কমিটির পরিচালক জাকির খান।

এ সফরে সফরকারীরা রাষ্ট্রপতি পর্যায়ের নিরাপত্তা পাচ্ছেন। আজ সন্ধ্যায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্যে করাচিতে প্রথম অনুশীলন করবে শ্রীলংকা। একদিন বিরতি দিয়ে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে একই স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলতে নামবে তারা। এর মাঝে সংবাদ সম্মেলন সেরে নেবে দুদল।

বহুল আলোচিত এ সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন লাহিরু থিরিমান্নে। বাকি দুই ওয়ানডেও হবে করাচিতে। আর সমানসংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে দলের অধিনায়কত্ব করবেন দাসুন শানাকা। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে লাহোরে।

২০০৯ সালে এ লাহোরেই ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় টিম শ্রীলংকা। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় মৃত্যুর দরজা থেকে ফিরে আসেন সাঙ্গাকারা-জয়াবর্ধনরা। এর পর নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে সফরে যায় না আন্তর্জাতিক ক্রিকেট খেলুড়ে দলগুলো।

তবে দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে মরিয়া হয়ে চেষ্টা করছে পিসিবি। সহযোগিতার দুই হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই অংশ হিসেবে পাকিস্তান সফরে এলো শ্রীলংকা। এর আগে ২০১৫ সালে সেখানে ওয়ানডে সিরিজ খেলে যায় জিম্বাবুয়ে।

পাকিস্তান-শ্রীলংকা ওয়ানডে সিরিজ আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৩ অক্টোবর। সব ম্যাচই হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। আর ৫-৯ অক্টোবর পর্যন্ত হবে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন