রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো ইস্যুতে সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচ জনের নামে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ডাক ও রেজিস্ট্রি যোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই নোটিশ পাঠান। এই নোটিশের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানা গেছে।
ক্যাসিনোতে জড়িত থাকার অভিযোগে অনেকের বিরুদ্ধে সম্প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও সংসদ সদস্য রাশেদ খান মেননসহ অনেকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তাই জনস্বার্থে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
তিনি জানান, রাশেদ খান মেনন সরাসরি ক্যাসিনোতে জড়িত। ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়াম্যান তিনি। কিন্তু রহস্যজনকভাবে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ছাড়াও হুইপ শামসুল হক চৌধুরী, পর্যটন সচিব মহিবুল হক, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এই আইনজীবী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন