শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন তিনটি ফিল্মই ফ্লপ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

গত শুক্রবার বলিউডের ‘প্রস্থানম’, ‘দ্য জোয়া ফ্যাক্টর’ এবং ‘পাল পাল দিল কে পাস’ ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে। এর মধ্যে প্রথম দুটি ফিল্ম নিয়েই বেশি প্রত্যাশা ছিল। কিন্তু আদতে সামান্য হলেও এগিয়ে আছে তৃতীয় ফিল্মটি। এমন বিপর্যয়ের প্রথম কারণ হল এক সঙ্গে তিনটি ফিল্মে পর্দা ভাগাভাগি হওয়া আর দ্বিতীয় ও প্রধান কারণ হল আগের সপ্তাহে মুক্তি পাওয়া ফিল্মগুলোর সঙ্গে হেরে যাওয়া। সানি দেওলের পরিচালনায় রোমান্স ড্রামা ‘পাল পাল দিল কে পাস’-এ অভিনয় করেছেন সানি দেওল, করণ দেওল (সানির ছেলে, অভিষেক চলচ্চিত্র), সাহার বাম্বা (অভিষেক), সিমোন সিং, মান্নু সান্ধু, আকাশ আহুজা, সচীন খেদেকার, কামিনী খান্না, আকাশ ধর এবং মেঘনা মালিক। প্রথম দিনের আয় ১.২৫ কোটি রুপি। পাঁচদিনের আয় ৬ কোটি রুপি। পলিটিকাল অ্যাকশন ফিল্ম ‘প্রস্থানম’ পরিচালনা করেছেন দেবা কাট্টার। অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আলি ফজল, আমায়রা দাস্তুর, জ্যাকি শ্রফ, মনীষা কৈরালা, চাঙ্কি পান্ডে, সত্যজিৎ দুবে এবং একটি বিশেষ নৃত্যদৃশ্যে ঈশিতা রাজ শর্মা। সঙ্গীত পরিচালনা করেছেন অঙ্কিত তিওয়ারি এবং ফরহাদ সামজি। ৮৫ লক্ষ রুপিতে যাত্রা শুরু করে ফিল্মটি মঙ্গলবার পর্যন্ত আয় করেছে ৪.২৫ কোটি রুপি। অভিষেক শর্মা পরিচালিত ড্রামা ফিল্ম ‘দ্য জোয়া ফ্যাক্টর’ নিয় ছিল সবচেয়ে বেশি প্রত্যাশা আর এটির হয়েছে সরাসরি ভরাডুবি। ফিল্মটিতে অভিনয় করেছেন সোনম কাপুর আহুজা, দুলকার সালমান, অঙ্গদ বেদি, সঞ্জয় কাপুর, সিকান্দার খের, উদিত অরোরা এবং কোয়েল পুরি। ৮০ লক্ষ রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত ‘দ্য জোয়া ফ্যাক্টর’ আয় করেছে ৩.৬৫ কোটি রুপি। তিনটি ফিল্মের মধ্যে সবচেয়ে প্রশংসা পেয়েছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’ (৩.৫/৫)। তারপর ‘প্রস্থানম (৩/৫)। শেষে ‘পালস পাল দিল কে পাস’ (২.৫/৫)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Md Taher ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
খুবই ভালো সংবাদ। উচিত হয়েচে।
Total Reply(0)
মোহাম্মদ নজরুল ইসলাম ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৭ এএম says : 0
এদের ফিল্ম যত ফ্লপ হবে ততই ভালো। এই শিল্প বন্ধ হয়ে গেলেই মঙ্গল।
Total Reply(0)
মেরিন-500 ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
এই খবরে জাতির কি উপকার হবে আমার মাথায় ঢুকছে না। ইনকিলাব নিউজ করার মতো কি কিছু পায় না।
Total Reply(0)
রাশেদুল রাশেদ ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:১৯ এএম says : 0
আলহামদুলিল্লাহ। সুসংবাদ। বন্ধ হয়ে যাক চলচ্চিত্র শিল্প।
Total Reply(0)
Md asif ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৮:৫৫ এএম says : 0
Dulquar salmaner movie ta hit howa uchit chilo.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন