শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিসিবি পরিচালক মাহবুবুল আনামের সম্পদ বিবরণী চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনামের সম্পদ বিবরণী চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার সংস্থার পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে এ নোটিস পাঠানো হয়। নোটিস প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তাকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারায় মাহবুবুল আনামকে সম্পদ বিবরণীর নোটিস দেয়া হয়। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অবস্থিত বাসার ঠিকানায় এ নোটিস পাঠানো হয়েছে। দুদক সূত্র জানায়, মাহবুবুল আনামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সংবাদমাধ্যমে দুর্নীতির তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশিত হলে কমিশন এটি আমলে নেয়। প্রাথমিক অনুসন্ধানে তার নামে ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি এবং ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার স্থাবর সম্পত্তি অর্জনের তথ্য পায়। সব মিলিয়ে তার নামে ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার তথ্য মিলেছে। এ বিষয়ে প্রতিবেদন জমা হলে কমিশন তার সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন