শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অজ্ঞাত নবজাতক হাসপাতালের বারান্দায়

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৯ এএম

ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলার বারান্দার মেঝে থেকে এক নবজাতককে উদ্ধার হয়েছে। বুধবার রাতের হাসপাতালের বারান্দার এক সিটের নিচে কাঁথা মোড়ানো অবস্থায় কন্যা নবজাতকটিকে উদ্ধার করেন খাদিজা নামে এক সেবিকা।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম জানান, বুধবার মধ্যরাতে নবজাতক শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান হাসপাতালের সেবিকা খাদিজা আক্তার। পরে তিনি খোঁজাখুঁজি করে হাসপাতালের বারান্দার এক সিটের নিচে কাঁথা মোড়ানো অবস্থায় নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করেন। সেবিকা বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবগত করেন। উদ্ধার হওয়া শিশুটিকে রাতেই ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, কারা, কখন কিভাবে শিশুটিকে হাসপাতালে রেখে গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন