শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের সম্মান ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাগে ফল প্রকাশ করেন।

এ বছর গ ইউনিটে পাশের হার ১৫ দশমিক ৪৯ শতাংশ। প্রায় ৮৫ শতাংশ ভতিচ্ছু পরীক্ষায় পাশ করতে পারেননি। বিস্তারিত ফল বিজনেস ফ্যাকাল্টির ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া বিজনেস ফ্যাকাল্টির নোটিশ বোর্ডেও ফল দেখতে পারছেন শিক্ষার্থীরা।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়। এ কারণে ফল প্রকাশে কিছুটা দেরি হয়।

এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে আবেদনকারীর ২৯ হাজার ৫৮জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন