বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উপাচার্য ও ট্রেজার না থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে সংশয়

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ৭:৪৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারের পদ শূণ্য থাকার কারনে পূর্ব ঘোষিত ১৮ ও ১৯ অক্টোবরের ভর্তি পরীক্ষার নিয়ে সংশয় দেখা দিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপ-উপচার্যের কোন পদই নেই।
গত ২৬ মার্চ এ বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক উপাচার্যের পদে থাকা এসএম ইমামুল হক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে অভিহিত করার অভিযোগে লাগাতর আন্দোলনের মুখে ট্রেজারার প্রফেসর ড. একেএম মাহবুবের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বাধ্য হন। নির্ধারিত মেয়াদ শেষে সরকার এসএম ইমামুল হকের চুক্তির মেয়াদ না বাড়ানোর ফলে এতদিন ট্রেজারারই উপচার্যের চলতি দায়িত্ব পালন করেছেন।
কিন্তু আগামী ৭ অক্টোবর ট্রেজারের চুক্তির মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে আগামী ১৮, ১৯ অক্টোবর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু উপাচার্য বা ভারপ্রাপ্ত উপাচার্যের অনুপস্থিতিতে পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বরিশালের শিক্ষানুরাগী মহল থেকে অনতিবিলম্বে উপাচার্য ও ট্রেজারের পদে রে যোগ্য ব্যক্তিদের নিয়োগ প্রদানের দাবী জানান হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন