বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাজেটের অভাবে পরিবর্তন ছেড়ে দিলেন আনজাম মাসুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ টেলিভিশনের নিজস্ব প্রযোজনার একমাত্র বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন। গত প্রায় তিন বছরের অধিক সময় ধরে অনুষ্ঠানটি নিয়মিত প্রচার হয়ে আসছে। এর মধ্যে ৩৭টি পর্ব প্রচার হয়েছে। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করছিলেন আনজাম মাসুদ। অনুষ্ঠানটিও বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছিল। এ অবস্থায় তা বন্ধ হয়ে গেছে। মূলত অনুষ্ঠানটি মানসম্পন্নভাবে নির্মাণ করতে যে পরিমাণ বাজেট লাগে তা না পাওয়ায় আনজাম অনুষ্ঠানটি করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এতদিন অনেক কষ্টে দর্শকের কথা বিবেচনা করে অনুষ্ঠানটি করে এসেছি। বিটিভি যে বাজেট দেয় তাতে মান ধরে রেখে অনুষ্ঠানটির অর্ধেক কাজ করা সম্ভব নয়। তারপরও দর্শকের কথা মাথায় রেখে শিল্পীদের অনুরোধ করে এমনকি নিজের গাঁটের পয়সা খরচ করে অনুষ্ঠানটি চালিয়ে এসেছি। আর কত! আমার কাজ তো অনুষ্ঠান উপস্থাপনা এবং নির্মাণ করেই জীবিকা নির্বাহ করতে হয়। অনুষ্ঠান করতে গিয়ে যদি উল্টো নিজের পকেটের পয়সা খরচ করতে হয় কিংবা লাভ না হয়, তবে তা করা কি কারো পক্ষে সম্ভব? বিটিভি কর্তৃপক্ষকে অনেকবার অনুষ্ঠানটির বাজেট বাড়ানোর কথা বলেছি। তারা বাজেট বাড়াবে কি! উল্টো বাজেট কমিয়ে দিয়েছে। এ অবস্থায় কি একটি মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণ করা সম্ভব? আর পারছিলাম না বলে অনুষ্ঠানটি ছেড়ে দিয়েছি। বিটিভি কর্তৃপক্ষ যদি একটি দর্শকপ্রিয় অনুষ্ঠান ধরে রাখতে না পারে, তবে তা চ্যানেলটির জন্যই ক্ষতিকর। দর্শকবিমুখ হয়ে পড়ে। এর চেয়ে প্রাইভেট কোনো চ্যানেলে অনুষ্ঠান নির্মাণ করলে ভাল বাজেট ও পারিশ্রমিক পাওয়া যায়। আমি বরাবরই বিটিভিকে প্রাধান্য দিয়ে আসছি। এটাই আমার জায়গা। দর্শক জানেন, কয়েক যুগ ধরে আমি বিটিভিতে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান করে আসছি। সর্বশেষ পরিবর্তন অনুষ্ঠানটি করেছি। তবে দুঃখের বিষয়, অনুষ্ঠানটি আর করতে পারলাম না। যদিও বিটিভি কর্তৃপক্ষ চাচ্ছেন আমি অনুষ্ঠানটি করি। আমার কথা হচ্ছে, চাহিদামতো বাজেট না পেলে এ ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়। এখন যদি বলা হয়, এক গজ কাপড় দিয়ে আমাকে পাঁচটা জামা বানিয়ে দিতে হবে, তা কি সম্ভব? এমন এক অসম্ভব পরিস্থিতির মধ্যেই পরিবর্তন নিয়ে পড়ে গিয়েছিলাম। বিটিভি কর্তৃপক্ষকে বারবার বাজেট বাড়ানোর জন্য অনুরোধ করেছি। কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় বাধ্য হয়ে অনুষ্ঠানটি ছেড়ে দিয়েছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন