বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যারাডোনা আর্জেন্টিনায় ফেরায় খুশি মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ক’দিন আগেই আজেন্টিনার প্রথম বিভাগের ক্লাব হিমনাসিয়ার দায়িত্ব নিয়েছেন স্বদেশি কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। আর তাতে ভীষণ খুশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

গত সোমবার মিলানের অপেরা হাউজ লা স্কালায় ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ জেতেন ৩২ বছর বয়সী মেসি। এরপর ফিফাকে দেওয়া এক দেওয়া এক সাক্ষাৎকারে দেশের ফুটবলে ম্যারাডোনার গুরুত্ব নিয়ে কথা বলেন এই তারকা, ‘অবশ্যই তাকে ফিরতে দেখে, আবারও কোচিংয়ে দেখে আমি উচ্ছ¡সিত। যখন তিনি জাতীয় দলের কোচ ছিলেন, আমি আর্জেন্টিনা দলে ছিলাম। তিনি আসলেই এর সর্বোচ্চটুকু উপভোগ করতেন। এখন তাকে হিমনাসিয়ার হয়ে একই কাজ করতে হবে। আর্জেন্টাইন ফুটবলে তিনি ফেরায় আমি খুশি।’
১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়া ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দেশের জাতীয় দলের কোচ ছিলেন। এরপর মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়া ও সংযুক্ত আরব আমিরাতের দুটি ক্লাবে কোচ হিসেবে কিছুদিন ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন