শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ক্যাসিনোর খবর পেলেই অভিযান : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৪২ পিএম

বাংলাদেশের যেকোনো জায়গায় ক্যাসিনোর খবর পেলেই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশন চত্বরে ‘আত্মীয়’ নামে একটি সংগঠনের অনলাইনে রক্তদাতা নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বাউন্ডারির মধ্যে যেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে, এসবের খবর পেলেই অভিযান চলবে।’

দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন, সেই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘এ অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।’

বিএনপিকে দুর্নীতিবাজদের দল উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘তাদের চেয়ারম্যান হচ্ছে এতিমের টাকা চোর। এতিমের টাকা চুরি করার জন্য জেল দেওয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান তিনি হচ্ছেন দুর্নীতিবাজ মানি লন্ডারিংয়ের সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেওয়া অপরাধী।’

অনুষ্ঠানে আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, আত্মীয় সংগঠনের উপদেষ্টা ডা. মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন-আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা

ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৪৪ পিএম says : 0
Hotat kore actione chole ashlen,aage kothai silo eaishob action?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন