বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইসিটি এন্ড ক্যারিয়ার

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হাতিয়ে নিতে নতুন কৌশল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৬:১৮ পিএম

ব্যবহারকারীদের অজান্তেই তাদের ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চুরি করে অ্যাকাউন্ট হাতিয়ে নিতে নতুন স্ক্যাম আক্রমণ শুরু করেছে সাইবার অপরাধীরা। ব্যবহারকারীদের বোকা বানাতে নতুন কৌশলও নিয়েছে তারা। এ জন্য প্রথমে ব্যবহারকারীদের ই-মেইলে একটি সতর্কীকরণ বার্তা পাঠায় তারা। বার্তায় বলা হয়, গোপনে অন্য কোনো ব্যক্তি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করছে।

নিরাপদ থাকতে দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলাতে নতুন একটি লিংকে ক্লিক করতেও বলা হয়। আর এ বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ইনস্টাগ্রামের আদলে তৈরি ভুয়া সাইন ইন পেজ চালু হয়। ব্যবহারকারীদের ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে পেজটিতে প্রবেশ করতে বলা হয়। ইউজার নেইম ও পাসওয়ার্ড দিলেই তা চলে যায় সাইবার অপরাধীদের দখলে। স্ক্যামটি এত নিখুঁতভাবে পরিচালনা করা হয়ে থাকে যে ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রেই তা শনাক্ত করতে পারে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন