বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কাশ্মীর কোনো ভৌগলিক ইস্যু নয় এটা প্রাণের টান -পাকিস্তান সেনাপ্রধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া বৃহস্পতিবার বলেছেন যে কাশ্মীর কোন ভৌগলিক ইস্যু নয়, বরং এটা কাশ্মীরী জনগণের প্রতি পাকিস্তানের ভালোবাসার প্রকাশ। আজাদ কাশ্মীর থেকে আসা একদল তরুণের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। বাজওয়া বলেন, কাশ্মীর আমাদের অন্তরের অবিচ্ছেদ্য অংশ। কাশ্মীরী জনগণের আকাক্সক্ষা ও সংশ্লিস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এই বিরোধের নিস্পত্তি করতে হবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান।

তিনি বলেন, আজাদ কাশ্মীরের নিরপরাধ জনগণকে ভারতের ইচ্ছাকৃত টার্গেট করা ও অধিকৃত অংশের নিরপরাধ কাশ্মীরীদের দীর্ঘদিন অবরোধের মধ্যে রাখা মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে খারাপ উদাহরণ। তিনি আরো বলেন, আমরা আমাদের কাশ্মীরী ভাই ও বোনদের পাশে আছি এবং কখনো তাদেরকে হতাশ করবো না। সূত্র : এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন