শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট শুরু ১ অক্টোবর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৬:৫২ পিএম

বিইউপি’র সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের উপযুক্ত ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পেতে সহযোগিতা করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বিইউপি ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট ২০১৯’ আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যারিয়ার ক্লাব। পঞ্চমবারের মতো আয়োজিত এই ফেস্ট বিইউপি ক্যাম্পাস প্রাঙ্গণে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ বছরের ‘ক্যারিয়ার অ্যান্ড এডুকেশন ফেস্ট-এ ১৩টি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা প্রায় ১ হাজার শিক্ষার্থীর জন্য সফল ক্যারিয়ার গঠন এবং উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হবে।

তরুণ মেধাবী নিয়োগ এবং বিদেশে উচ্চ শিক্ষালাভে করণীয় বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে ২৫টি প্রতিষ্ঠান এবারের ফেস্টে অংশ নিচ্ছে। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে- রবি, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, এইচবিডি সার্ভিসেস, ব্র্যাক, গ্রামীণফোন, কাজী আইটি সেন্টার, ব্র্যাক ব্যাংক, বিকাশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, বাংলালিংক, টিচ ফর বাংলাদেশ, বিক্রয় ডট কম, দারাজ বাংলাদেশ, রেনেটা লিমিটেড, কনফিডেন্স গ্রুপ, অগমেডিক্স, ট্যালেন্ট সেন্ট্রিক, সাজগোজ, অ্যাডেক্স গ্রুপ অব কোম্পানিজ, মাইজবস, আইডিপি এডুকেশন লিমিটেড, মেন্টরস এডুকেশন এবং পিএফইসি গ্লোবাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন