শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

পাকিস্তান যাচ্ছেন না ভারতীয় কোচরা!

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সফর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর আগেই নিশ্চিত হয়েছিল। তবে নিয়মিত কোচিং স্টাফদের পাচ্ছেন না রুমানা-জাহানারারা। আগামী ২৩ অক্টোবর ৩টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলতে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে নারী দল। নারী দলের কোচিং প্যানেলে তিনজন ভারতীয়- প্রধান কোচ অঞ্জু জৈন, সহকারী কোচ হিসেবে দেবীকা পালশিখর ও ট্রেনার কবিতা পান্ডে। এ তিনজনের কেউই পাকিস্তান সফরে যাচ্ছেন না। এই সিরিজের জন্য তাই নতুন কোচিং স্টাফ নিয়োগ দিয়েছে বিসিবি।

বর্তমানে হাইপারফরম্যান্সের পেস বোলিং কোচের দায়িত্বে থাকা দীপু রায় চৌধুরী নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত নারী দলের কোচ ছিলেন দীপু রায়। ইমদাদুল হক পাকিস্তান যাচ্ছেন সহকারী কোচ হিসেবে। ট্রেনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক টেস্ট ক্রিকেটার আনোয়ার হোসেনকে। আগামী ১ অক্টোবর থেকেই নতুন কোচিং স্টাফের অধীনে কক্সবাজারে অনুশীলন শুরু করবে বাংলাদেশ নারী দল।
নতুন কোচিং স্টাফ নিয়ে পাকিস্তান সফরে যাওয়া প্রসঙ্গে কাল বাংলাদেশ নারী দলের ম্যানেজার জাভেদ ওমর বলেছেন, ‘এটা তো আমাদের নিয়ন্ত্রণে না। এটা কূটনৈতিক (ভারত-পাকিস্তান) সমস্যা। বিষয়টা কোচদের হাতেও না। স্বাভাবিক পরিস্থিতি থাকলে তো ওরাও সঙ্গে যেত।’
এর আগে ২০১৫ সালে পাকিস্তান সফর করেছিল বাংলাদেশ নারী দল। এবারও নিরাপত্তার বিষয়টি ভালোভাবে বিবেচনা করেই দল পাঠানো হচ্ছে বলে দাবি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর, ‘এমন সফরের ব্যাপারে বাংলাদেশ হাইকমিশনের মতামত নেওয়া হয়। সেটা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ হিসেবে নিরাপত্তা পর্যবেক্ষণ দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সিরিজের প্রস্তুতি চলছে। আমরা পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ওখানে এখন শ্রীলঙ্কা সফর করছে, সেখানে কেমন নিরাপত্তা দেওয়া হচ্ছে, সেটা দেখার জন্য বলা হয়েছে। আইসিসিও দেখছে।’
নারী জাতীয় দলের তারকা অলরাউন্ডার রুমানা আহমেদ পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে ভাবছেন না। তাঁর ভাবনা ক্রিকেট নিয়েই। ২০১৫ সালের পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয় বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছেন। এবার শোধ নিতে চান তাঁরা, ‘আমাদের দল এবার নতুন, ওদেরও অনেক পরিবর্তন এসেছে। এবার লাহোরে খেলা, ভিন্ন মাঠ, ভিন্ন পরিবেশ। আমরা তো প্রস্তুত হয়ে যাচ্ছি। গতবার ভালো যায়নি। এবার আশা করি ভালো করব।’
এদিকে জাতীয় দলের সঙ্গে পাকিস্তানে না গেলেও ব্যস্ত থাকবেন অঞ্জু জৈনরা। অক্টোবর-নভেম্বরে আবার শ্রীলঙ্কায় নারীদের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। ইমার্জিং দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন ভারতীয় কোচিং স্টাফরা। ইতিমধ্যে নারী ‘এ’ দল অনুশীলন করছে অঞ্জু জৈনের অধীনে। ৪ অক্টোবর থেকে ঘরের মাঠে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। শ্রীলঙ্কায় ইমার্জিং এশিয়া কাপের আগে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। নারী ইমার্জিং দলই ‘এ’ দলের মোড়কে খেলবে ভারতের বিপক্ষে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন