শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অজানা স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ের লক্ষ্য

প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

শামীম চৌধুরী, কক্সবাজার থেকে : যে মাঠে খেলা, ম্যাচের আগের দিন কক্সবাজারের সেই মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনুশীলনের জন্য নির্ধারিত মাঠে অনুশীলন সেরে টীম হোটেলের উদ্দেশে যাত্রাপথে তাই কোচ মিজানুর রহমান বাবুল এবং অপারেশন্স ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন মূল মাঠের উইকেটের পাশে করেছেন পায়চারি, কিউরেটর মুস্তাফিজুরের কাছ থেকে জেনে গেছেন পীচের সম্ভাব্য বৈশিষ্ট্য। প্রতিপক্ষ স্কটল্যান্ড সম্পর্কে ধারণা নেই বাংলাদেশ দলের কারো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ এই নিয়ে খেলছে টানা ১০ম আসরে, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে খেলার অতীত মাত্র ২টি ম্যাচ এবং তা আজ থেকে একযুগ আগে। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অজানা প্রতিপক্ষ স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে বড় জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল আজ জিতলেই কোয়ার্টার ফাইনালের পথটা করবে সুগম। তবে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাই মিরাজদের টার্গেট। জয়টা বড় ব্যবধানে করাই লক্ষ্য বাংলাদেশ দলের। গতকাল সিরিয়াস অনুশীলনে সেটাই প্রকারান্তরে জানিয়ে দিয়েছে বাংলাদেশ যুবারা। গতকাল পেস বোলার সাইফউদ্দিন দলের সে লক্ষ্যের কথাই জানিয়েছেনÑ ‘দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে, অবশ্যই রান রেটের কিছু ব্যাপার-স্যাপার থাকে; আমরা চাইব জয়টা যেন একটু বড় হয়।’
প্রযুক্তির যুগে এখন প্রতিপক্ষ সম্পর্কে ধারণা নেয়ার সুযোগ আছে, স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ভিডিও ক্লিপিংস জোগাড় করে, তা দেখে যতোটা এনালাইসিস করা যায়, আপাতত: সেটুকুই ভরসা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের। গত পরশু নামিবিয়ার কাছে ৯ উইকেটে হেরে গেছে স্কটল্যান্ড, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তখন একাডেমীতে অনুশীলনে ব্যস্ত থাকায় সেই ম্যাচটিও দেখার সুযোগ হয়নি কোচের। তবে প্রথম ম্যাচে বর্তমানের চ্যাম্পিয়ন দ.আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে বাংলাদেশ দল এখন আসরের ফেভারিট লিস্টে উঠে এসেছে যেখানে, সেখানে নামিবিয়ার কাছে অসহায় আত্মসমর্পণে (৯ উইকেটে হার) স্কটিশদের মনোবল গেছে ভেঙ্গে। এটাই আজ দু’দলের মধ্যে দৃশ্যমান ব্যবধান রচনা করবে বলে মনে করছেন বাংলাদেশ দলের পেস বোলার সাইফউদ্দিনেরÑ ‘স্কটল্যান্ড সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই। ওদেরকে আমরা চিনি না। ওদের সঙ্গে আমরা কোনো হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলিনি। যতটুকু ধারণা, টিমটা নিশ্চয়ই ভালো হবে। প্রথম ম্যাচটি ভালভাবে জিতে যাওয়ায় আমাদের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। জয় ছাড়া সামনে কোনো কিছু দেখছি না।’
তবে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপাল যেভাবে অঘটন ঘটিয়ে চলেছে, তাতে স্কটল্যান্ডকে আপাতত: দক্ষিণ আফ্রিকা ভেবেই খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সে সতর্কবার্তাই দিয়ে গেছেন সাইফউদ্দিনÑ ‘কোনো ম্যাচ হাল্কাভাবে নেওয়া উচিত না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা যে মনোযোগ দিয়ে খেলেছি, কালকের (আজ) ম্যাচে একই মনোযোগ দিয়ে খেলব।’
এদিকে বাস্তবতা মেনে আজকের ম্যাচে অবতীর্ন হতে চায় স্কটল্যান্ড। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে ৯ উইকেটে হেরে কোয়ার্টার ফাইনালের পথটা কঠিন হয়ে গেছে স্কটল্যান্ডের। তাই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ফেভারিট মেনে আজ স্কটল্যান্ডের লক্ষ্য থাকবে অঘটন, সে বার্তাই দিয়েছেন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নেইল ফ্লাকÑ ‘নিঃসন্দেহে এই ম্যাচে বাংলাদেশ ফেভারিট। নামিবিয়ার কাছে যা হয়েছে, তাতে আমরা সবাই হতাশ। প্রতিদিন এমন হবে না। বাংলাদেশের বিপক্ষে আমাদের টার্গেট অবশ্যই আপসেট। কারণ, এই ম্যাচটি আমাদের কাছে মাস্ট উইন ম্যাচ। তাই শতভাগ দিয়ে খেলার চেষ্টা করব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন