শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ব্যতিক্রমী গল্প নিয়ে ঈদের টেলিফিল্ম ব্রেক ছাড়া গাড়ি

প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের টেলিফিল্ম ‘ব্রেক ছাড়া গাড়ি’। টেলিফিল্মটির পরিচালক আলী ফিদা একরাম তোজো জানান, ‘একেবারেই ভিন্ন একটি কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। একজন মানুষ সারাজীবন ছুঁটে চলেছেন ব্রেক ছাড়া। অথচ আমাদের গাড়িতে কিন্তু ব্রেক থাকে। আর কোটি কোটি গাড়ির ভিড়ে যদি একটি গাড়ি ব্রেক ছাড়া থাকে তাহলে কেমন হতো। এখানে ‘ব্রেক’ শব্দটি ‘সংযম’ অর্থে ব্যবহার করা হয়েছে। আশা করছি ঈদে দর্শক টেলিফিল্মটি দেখে ভিন্ন আমেজ পাবেন।’ টেলিফিল্মটিতে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। যিনি কিনা জীবনে ‘ব্রেক’ কিভাবে করতে হবে এবং কতুটুকুর পর ব্রেক করা উচিৎ এমন নানান বিষয়ে কথা বলে থাকেন। ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘জীবনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্রেকটা করতে জানতে হবে। আর সেটা যদি না করা হয় তাহলে জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ঠিক যেমনটি হয়ে যায় একটি গাড়ির বেলায়। তোজো সবসময় ভিন্ন কনসেপ্ট নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় ঈদে তার ‘ব্রেক ছাড়া গাড়ি’ টেলিফিল্ম’। আশা করছি দর্শকদের অন্যরকম ভালো লাগা কাজ করবে।’ টেলিফিল্মটিতে তারিক আনাম খান ছাড়াও আরো অভিনয় করেছেন তানজিকা, মিশু সাব্বির, বুড়িআলী, মৃণাল দত্ত ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কায়েস চৌধুরীকে। এটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন